
ফয়জুল্লাহ স্বাধীন:
আজ মঙ্গলবার সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত ডিএমপির মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মিরপুর এলাকার কয়েকটি আবাসিক হোটেলে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চালানো হয় হোটেল ঢাকা প্যালেস, হোটেল সিঙ্গাপুর এবং হোটেল প্রাইম ইন-এ। এ সময় হোটেল ঢাকা প্যালেসে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় ২ জন নারী ও ২ জন পুরুষকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া ওই কাজে সহায়তার অভিযোগে হোটেলটির ৩ জন স্টাফকেও গ্রেফতার করেছে পুলিশ।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।