
” আত্মদহন ”
১৭ জানুয়ারি, ২০২৬ ইং
জীবনের খেঁড়ো খাতায়
খেয়ালি মনটা আঁকে
যেমন ইচ্ছে ছবি..!
ছবি তো সে নয়..,
আসলে শূণ্য সবই..!!
নিজেকে সুধাই তাই..
“…নীরব কেন কবি..!!?”
অসীম স্বপ্নে সীমিত জীবন..,
সীমার মাঝেও আত্মদহন…!
কিছুই না চাই, তবুও হারাই
নিজেরই প্রতিচ্ছবি…!!
নিজেকে সুধাই তাই..
“…কবে নিজের হবি..!!?