গাজীপুর ইউনিটের বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে বিএনপি সমর্থিত কাজী সাইয়্যেদুল আলম বাবুল ও এ এম আশরাফ হোসেন টুলু পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলকে পরাজিত করে এই নিরঙ্কুশ বিজয় অর্জন করেন তারা।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
বিজয়ী প্যানেলের পরিচিতি
নির্বাচিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে যারা স্থান পেয়েছেন:
- সহ-সভাপতি: কাজী সাইয়্যেদুল আলম বাবুল (বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক)।
- সেক্রেটারি: এ এম আশরাফ হোসেন টুলু (বর্তমান সেক্রেটারি, বিএনপি নেতা ও জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা)।
নির্বাচিত ৫ নির্বাহী সদস্য
পূর্ণ প্যানেলে বিজয়ী হওয়া ৫ জন নির্বাহী সদস্য হলেন:
১. অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস (সভাপতি, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি)।
২. সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল (অভিনেতা ও সভাপতি, গাজীপুর মহানগর জাসাস)।
৩. মো. জয়নাল আবেদীন তালুকদার (বিএনপি নেতা)।
৪. মো. লুৎফর রহমান সরকার (বিএনপি নেতা)।
৫. মো. কামরুজ্জামান আকন্দ (বিএনপি নেতা)।
নির্বাচনের পরিবেশ
সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত ছিল জেলা পরিষদ প্রাঙ্গণ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। বিজয় ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত কমিটি গাজীপুরে রেডক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছে।









