Friday, January 16, 2026
spot_img
Homeজাতীয়​রংপুর-৩ আসনে জিএম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহ

​রংপুর-৩ আসনে জিএম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহ

- Advertisement -
Google search engine

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে রংপুর-৩ (সদর ও আংশিক সিটি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

​রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কার্যালয় থেকে জিএম কাদেরের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

​উপস্থিত নেতৃবৃন্দ

​মনোনয়নপত্র সংগ্রহের সময় আরও উপস্থিত ছিলেন:

  • ​জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির।
  • ​ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
  • ​জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু।
  • ​যুবসংহতির কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

​জাতীয় পার্টির অবস্থান ও দাবি

​মনোনয়নপত্র সংগ্রহের পর জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, “দলের চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের বার্তা দিলো। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে সকল দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

​তিনি আরও যোগ করেন, “অনেকে বলছেন জাতীয় পার্টির দুর্গে হানা দেওয়া হয়েছে। কিন্তু দলের জনপ্রিয়তা বেড়েছে না কমেছে, তা এই নির্বাচনেই প্রমাণিত হবে। আমরা জনগণের মতামতের সঠিক প্রতিফলন চাই।”

​প্রার্থী বাছাই ও দেশের পরিস্থিতি

​তিনশ আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে মোস্তফা জানান, সময়মতো দক্ষ, জনপ্রিয় এবং বিজয়ী হওয়ার যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে। প্রার্থীর সংখ্যা ২০০ থেকে ৩০০ এর মধ্যে যেকোনোটি হতে পারে।

​দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন:

​”বিগত ৫৪ বছরের অপরাজনীতিতে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বর্তমানে দেশে মব কালচার (Mob Culture) চলছে, যেখানে দু-শ লোক মিলে যা খুশি তাই করছে। আইনশৃঙ্খলা ও বিচার বিভাগ স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। এই নাজুক অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে দেশের আরও ২০ বছর সময় লাগবে।”

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

​সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধতা জরুরি: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

ছবি : বাংলাদেশ সংবাদ সংস্থা ​টাঙ্গাইলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল...

পরিচালক সমিতির সদস্যপদ পেলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আবুল হোসেন মজুমদার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক আবুল হোসেন মজুমদার। দীর্ঘ তিন দশক ধরে বিনোদন...

উৎসবমুখর পরিবেশে আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬ সম্পন্ন

  ​নিজস্ব প্রতিবেদক | সাভার ১০ জানুয়ারি, ২০২৬ ​উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইজেএফ-এর বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে–২০২৬। শনিবার (১০...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর