Friday, January 16, 2026
spot_img
Homeসারাদেশএভারেস্টজয়ী শাকিলকে সংবর্ধনা

এভারেস্টজয়ী শাকিলকে সংবর্ধনা

- Advertisement -
Google search engine

এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিলকে সংবর্ধনা দিয়েছে পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ।

শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নিলীমা ইব্রাহিম মিলনায়তনে শকিলকে এ সংবর্ধনা দেয় পদাতিক নাট্য সংসদ। এ সময় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প শোনান শাকিল।

‘মঞ্চ থেকে শিখরে’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুইবারের এভারেস্টজয়ী এমএ মুহিত, এন্টার্কটিকা ও সুমেরীয় অভিযাত্রী ইনাম আল হক, নাট্যব্যক্তিত্ব দেবাশীষ ঘোষ এবং ড. আইরিন পারভীন লোপা।

এমএ মুহিত বলেন, পর্বতারোহনের জন্য শাকিল খুবই সিরিয়াস। শুরুর দিকে যখন তাকে দেখেছি, তখনই মনে হয়েছে সে টেকনিক্যালি সাউন্ড। এই এডভেঞ্চারে এটা খুবই পজিটিভ। আগামীতে সে আরো ভালো করবে এই প্রত্যাশা করছি।

ইনাম আল হক জানালেন, শাকিলের মতো সন্তান পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সে যে অবস্থান থেকে উঠে এসেছে তা অনুপ্রেরণার। সে খুব সহজেই সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে। এমন মানুষ এখনো আছে বলেই, পৃথিবীটা সুন্দর।

শুধু পর্বতারোহণই নয়, পদাতিক নাট্য সংসদের সদস্য শাকিল। দলটির সাথে শৈশব থেকেই যুক্ত আছেন। স্বাভাবিকভাবেই দলের কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়ে আপ্লুত তিনি। শাকিল বললেন, আজকের দিনটি আমার জন্য সত্যিই বিশেষ। যাদের হাত ধরে চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। স্বপ্ন দেখা শুরু করেছি। আজ তাদের থেকে সম্মাননা পেয়ে আনন্দিত বোধ করছি।

পদাতিক নাট্য সংসদ বাংলাদেশের দল প্রধান সাবিল রেজা চৌধুরি বললেন, আমরা নাটকের মানুষ কিছুটা উন্মাদের মতো। মঞ্চের জন্য আমাদের কত আয়োজন করতে হয়। শাকিল ফসলের মাঠ থেকে মঞ্চে এসেছিল, এখন আমাদের থিয়েটারের গর্ব। সে আমাদের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। শাকিল একা নয়; আমরা সর্বদা তার পাশে আছি, থাকব।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

​সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধতা জরুরি: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

ছবি : বাংলাদেশ সংবাদ সংস্থা ​টাঙ্গাইলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল...

পরিচালক সমিতির সদস্যপদ পেলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আবুল হোসেন মজুমদার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক আবুল হোসেন মজুমদার। দীর্ঘ তিন দশক ধরে বিনোদন...

উৎসবমুখর পরিবেশে আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬ সম্পন্ন

  ​নিজস্ব প্রতিবেদক | সাভার ১০ জানুয়ারি, ২০২৬ ​উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইজেএফ-এর বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে–২০২৬। শনিবার (১০...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর