Tuesday, November 4, 2025
spot_img
Homeখেলাধুলাবিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাবি সাইক্লিং ক্লাবের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাবি সাইক্লিং ক্লাবের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

- Advertisement -
Google search engine

প্রতিবেদকঃ মোঃ আনোয়ার হোসেন

গত ২৭ সেপ্টেম্বর ২০২৫, রোজ শনিবার
জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁও পর্যটন করপোরেশন ভবনের সামনে থেকে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “টেকসই উন্নয়নে পর্যটন”।

র‍্যালিটি উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। যৌথভাবে আয়োজনে সহযোগিতা করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পর্যটন করপোরেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তাঁর বাণীতে বলেন, “বাংলাদেশ পর্যটন খাতে দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এই শিল্পের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। পর্যটন শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিবেশ রক্ষার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “প্রকৃতি রক্ষা করতে পারলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা ও ঐতিহ্য সংরক্ষণে সচেতনতা জরুরি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি তৌহিদুর রহমান বলেন, “সাইক্লিং প্রসারে সরকার ও সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী আমিনুর ইসলাম টুববুস বলেন, “সপ্তাহান্ত ও সরকারি ছুটির দিনে তরুণরা সাইকেল চালিয়ে বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণ করে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাইকেল পার্কিং ব্যবস্থা গড়ে তোলা জরুরি।”

এছাড়াও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

নদী ও পরিবেশ রক্ষায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের আলোচনা সভা

মোঃ আনোয়ার হোসেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে আজ ২ নভেম্বর ২০২৫ রবিবার নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা শীর্ষক এক...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্বর্ণ ও রুপা উদ্ধার

আমিনুল ইসলাম খন্দকার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে আসামীবিহীন ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ এবং ১০ ভরি ০৫ আনা...

তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের উদ্যোগে ‎অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ

মোঃ শফিকুর রহমান ‎কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে তরজুমানুল কুরআন ইনস্টিটিউট পরিচালিত অপরিহার্য কোরআনী শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর