
আজ ১১ ই সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার ইউসেফ বাংলাদেশ , মিরপুর ২ , ঢাকা উত্তর অঞ্চল এর উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয় , অনুষ্ঠান শুরু হয় বেলা ১১ঃ০০ টার দিকে , প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করা হয় তারপর স্বাগত বক্তব্য দেন শাহজাদি সুলতানা , তারপর উপস্থিত সকলের পরিচিতি পর্ব এরপর ইউসেপ বাংলাদেশ এর কার্যক্রম এবং শিশু সুরক্ষা পরিষেবা প্রদানকারীদের সাথে সংযোগ গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে বক্তৃতা করেন মোঃ আনোয়ারুল ইসলাম । মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার উপর উপস্থাপনা ও শিশুদের বাল্যকালীন জোরপূর্বক বিবাহ এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা সম্পর্কিত উপস্থাপনা করেন কামরুন নাহার ( সুরক্ষা এবং শিশু সুরক্ষা বিষয়ক পরামর্শদাতা )
তারপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ,
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাফর ইকবাল , মোঃ আনিসুর রহমান , মোহাম্মদ মাহবুব উদ্দিন , মাকসুদা আক্তার , সেলিনা আক্তার , মোহাম্মদ সুরুজ মিয়া , আজমীর হোসেন , হাবিবুর রহমান , মনিরুল ইসলাম , মুক্তা আক্তার , রোকসানা পারভীন , তানিয়া নাসরিন , তানিয়া ইয়াসমিন স্বপ্না , শামসুন্নাহার , নূর হোসেন, জাহানারা , আবু হানিফ, মোসাম্মৎ আয়েশা খাতুন, মাহাবুবুল ইসলাম , রাবেয়া সুলতানা , ইয়ানুর , ইব্রাহিম , বকুল , শারমিন প্রমূখ। আলোচকরা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের কার্যক্রম এবং কিভাবে ইউসেপের সাথে যুক্ত হয়ে তাদের কাজে সহযোগিতা করতে পারে এই ব্যাপারে বিশদ আলোচনা হয়। তারপর সমাপনী বক্তব্য দেন মোঃ ফজলুল হক ( ভারপ্রাপ্ত প্রধান – টিভিইটি ইনস্টিটিউট , ইউসেপ মিরপুর টিভিইটি ইনস্টিটিউট)