Thursday, September 11, 2025
spot_img
Homeবিনোদননদীর কন্ঠে চমক নিয়ে এসেছে " যেও না একা করে "

নদীর কন্ঠে চমক নিয়ে এসেছে ” যেও না একা করে “

- Advertisement -
Google search engine

বাংলাদেশের সংগীতাঙ্গনে এক উজ্জ্বল নাম মৌমিতা তাসরিন নদী। তাঁর কণ্ঠে মিশে আছে মায়াবি আবেগ, প্রাণের উচ্ছ্বাস আর নিখুঁত সুরের ছোঁয়া। অল্প বয়স থেকেই সংগীতের প্রতি গভীর ভালোবাসা তাঁকে টেনে এনেছে গানের ভুবনে। ধ্রুপদী, আধুনিক এবং সমসাময়িক গান—সব ধারাতেই তিনি নিজের স্বকীয়তা প্রতিষ্ঠা করেছেন।

” যেও না একা করে ” শিরোনামে
‘বলো তুমি ছাড়া কি করে আর বাঁচি আমি পৃথিবীতে কেন দূরে থাকো আমায় ছেড়ে পারিনা আর সইতে আগলে রেখো খুব যতনে যেওনা একা করে তুমি শুধু এই জীবন জুড়ে যেওনা শূন্য করে ‘
গানটির সুরকার সঙ্গীতশিল্পী নদী এবং গীতিকার সৈয়দা হেমা।
সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন, ভিডিও পরিচালনা করেছেন, বিশাল আহমেদ।
প্রকল্প তত্ত্বাবধানে সোহেল রাজ। চিত্রগ্রহণ, হাসান জুয়েল।
সম্পাদনায় ছিলেন টিমওয়ার্ক স্টুডিও। কালার গ্রেডিং, মারুফ। হাসান, মেকআপ সিপন হাসান। ফটোগ্রাফার সাব্বির আহমেদ। প্রোডাকশন হাউস, টিমওয়ার্ক গানটি প্রযোজনা করেছেন নদী মাত্রিক প্রোডাকশন।

শিল্পীজীবনের শুরু

শৈশবেই পরিবারের অনুপ্রেরণায় গান শেখা শুরু করেন নদী। প্রাথমিকভাবে শাস্ত্রীয় সংগীতের উপর ভিত্তি করে প্রশিক্ষণ নিলেও, পরবর্তীতে আধুনিক গান, লোকগীতি এবং সিনেমার গানে সমান দক্ষতা অর্জন করেন। তাঁর প্রথম মৌলিক গান প্রকাশের পরই শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি পান।

উল্লেখযোগ্য গান ও সাফল্য

মৌমিতা তাসরিন নদীর কণ্ঠে একাধিক জনপ্রিয় গান ইতোমধ্যেই শ্রোতাদের মন জয় করেছে। সাম্প্রতিক সময়ে তাঁর গাওয়া “যেও না একা করে” গানটি আলোচনায় এসেছে, যা তিনি নিজেই সুর করেছেন এবং গীতিকার ছিলেন সৈয়দা হেমা। হৃদয় হাসিনের সংগীতায়োজন এবং বিশাল আহমেদের পরিচালনায় তৈরি ভিডিওটি শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। সঙ্গীত শিল্পী নদীর বড় বোন
গীতিকার সৈয়দা হেমার জন্মদিন উপলক্ষে এই গানটি উপহারস্বরূপ উৎসর্গ করেছেন। হেমা নদী জুটির আরো বেশ কিছু জনপ্রিয় গান দিয়ে ইতিমধ্যে দর্শকদের মন কেড়ে নিয়েছে। তারা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। ইতিপূর্বে “মা” গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রায়স বিভিন্ন টিভি চ্যানেলে সঙ্গীত শিল্পী নদী তার বড় বোন যদি ও বর্তমানে প্রবাসে (লন্ডনে) বসবাস করেন। তাকে দেখা যায়
বিভিন্ন প্রোগ্রাম উৎসর্গ করে থাকেন। গীতিকার সৈয়দা হেমা সম্পর্কে কিছু না বললেই নয় তিনিও অসম্ভব রকমের ভালোবাসেন তার প্রিয় ছোট বোন সংগীত শিল্পী নদী কে। তাকে উদ্দেশ্য করে অনেক গান লিখেছেন তিনি এছাড়াও বাংলাদেশের বিখ্যাত  অনেক শিল্পী গলায় প্লেব্যাক করিয়েছেন, কুড়িয়েছেন ব্যাপক দর্শক জনপ্রিয়তা।
আমাদের timelinenews24.com পরিবারের পক্ষ থেকেও রইলো সৈয়দা হেমার শুভ জন্মদিন উপলক্ষে নিরন্তর শুভেচ্ছা।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

বিদেশি কোম্পানিগুলিকে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প

আজ (১০ সেপ্টেম্বর ২০২৫) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০২৫ হুন্দাই কার ব্যাটারি প্ল্যান্টে পুলিশি অভিযানসহ প্রায় ৪৭৫ কর্মী আটক হওয়া...

আজ বিশিষ্ট অভিনেতা নরেশ ভুঁইয়ার শুভ জন্মদিন

বিশিষ্ট অভিনেতা,নির্দেশক এবং লেখক নরেশ ভূঁইয়া ৭ সেপ্টেম্বর ১৯৫১ সালে বাংলাদেশের নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার  চৌমুহনী এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্র কুমার ভূঁইয়া এবং মাতার...

খান সিফাত রহমান রাফির ১৭তম জন্মদিন পালিত

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সংগঠক খান সেলিম রহমান ও আছিয়া রহমানের একমাত্র সন্তান খান সিফাত...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর