Wednesday, November 5, 2025
spot_img
Homeবিনোদনমেগাস্টার শাকিব খান বুবলি এবং বীর এখন মার্কিন মূল্লুকে

মেগাস্টার শাকিব খান বুবলি এবং বীর এখন মার্কিন মূল্লুকে

- Advertisement -
Google search engine

ঢাকাই চলচ্চিত্রের গন্ডী পেরিয়ে ভারত আমেরিকা সহ বিভিন্ন দেশের ছবিতে দুর্দান্ত প্রতাপ এর সাথে অভিনয় করা মেগাস্টার শাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। শেহজাদ খান বীরকে সঙ্গে নেওয়ার কথা তিনি আগেই জানিয়েছিলেন । আর এবার সেই বীরকে নিয়ে নিউ ইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন শাকিব খান ও বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলী । শাকিব খান মোটামুটি সবাইকে জানিয়েই গিয়েছেন আমেরিকায় কিন্তু বুবলী অনেকটা নীরবেই পৌঁছে যান মার্কিন মূল্লুকে। মিডিয়ায় কোনো ঘোষণা ছাড়াই ছেলে বীরকে নিয়ে পৌঁছে যান নিউ ইয়র্কে। তবে গোপনীয়তা ভেদ করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া কিছু ছবি সব কিছু স্পষ্ট করে দিয়েছে।ছবিগুলোতে দেখা যায়, রুজভেল্ট আইল্যান্ডের এক সুন্দর এবং কোলাহলমুক্ত পার্কে সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী ও তাদের ছেলে বীর। কালো একটি গাড়ি থেকে তিনজনকে একসঙ্গে নামতে দেখা যায়। শাকিবের হাত ধরে হাঁটছে ছোট্ট বীর, আর তাদের পেছনে হাসিমুখে হাঁটছেন মা বুবলী। এছাড়া বুবলিকে রোমান্টিক ভঙ্গিতেও দেখা গেছে মেগাস্টারের সাথে , এমন দৃশ্য দেখে ভক্তরা অনেক পজিটিভ মন্তব্য করেছেন তবে অনেক নিন্দুকেরা বিরূপ মন্তব্য ও করেছেন ।

গত রোববার (৩ আগস্ট) বুবলী তার একটি ভেরিফাইড পেইজে পোস্ট করেন ছবিগুলো। সেখানে তাদের তিনজনকে একান্ত সময় কাটাতে দেখা যায়। কিছু ছবিতে শাকিব-বুবলীকে অন্তরঙ্গ মুহূর্তেও দেখা গেছে, যা ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনেক ভক্ত।ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের জনাকীর্ণ বাঙালি এলাকার ভিড় এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্যই রুজভেল্ট আইল্যান্ডকেই বেছে নিয়েছেন এই তারকা জুটি। শান্ত প্রকৃতি ও পরিবারকেন্দ্রিক পরিবেশের জন্য এই জায়গাটি স্থানীয়দের মধ্যেও বেশ জনপ্রিয়।

এর আগেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে ও যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন শাকিব খান। তখন তিনি বলেছিলেন, “আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর এই স্মৃতিগুলো।” এবার সেই একই চেষ্টায় আছেন বীরকে ঘিরে। নিজের দুই ছেলেকে নিয়েই তার আলাদা ভালোবাসা ও দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে।বছরের পর বছর ধরে ব্যক্তি জীবন নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও সন্তানদের নিয়ে শাকিব খান সবসময় ছিলেন সজাগ ও আন্তরিক। শোবিজ জগতে বাবা হিসেবে শাকিবের এমন দৃষ্টান্ত অনেকে ইতিবাচক চোখেই দেখছেন।

তিনি শুধু মেগাস্টারই নয়—এবার প্রমাণ হলো, শাকিব খান একজন যত্নবান পিতা এবং দায়িত্ববান স্বামী ও পরিবারমুখী মানুষ। নিউ ইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে একান্ত এই সময় কাটানো মুহূর্তগুলো সেই প্রমাণকে আরও সুদৃঢ করলো ।

 

 

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

নদী ও পরিবেশ রক্ষায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের আলোচনা সভা

মোঃ আনোয়ার হোসেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে আজ ২ নভেম্বর ২০২৫ রবিবার নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা শীর্ষক এক...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্বর্ণ ও রুপা উদ্ধার

আমিনুল ইসলাম খন্দকার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে আসামীবিহীন ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ এবং ১০ ভরি ০৫ আনা...

তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের উদ্যোগে ‎অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ

মোঃ শফিকুর রহমান ‎কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে তরজুমানুল কুরআন ইনস্টিটিউট পরিচালিত অপরিহার্য কোরআনী শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর