
মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর এক নাম্বার থেকে বেশ কয়েকটি পরিবহন টঙ্গী আব্দুল্লাহপুর সহ সাভারের দিকে দৈনিক যাতায়াত করে থাকে , তবে এর মধ্যে বেস্ট শতাব্দী সহ আরো কয়েকটি পরিবহন প্রতিনিয়ত মানুষকে বিভিন্ন ভোগান্তিতে ফেলছে এবং এক গাড়ি আরেক গাড়িকে সাইড না দিয়ে অথবা ওভারটেক করে এমন পরিস্থিতি তৈরি করে এতে যাত্রী সাধারণ আতঙ্কিত হয়ে পড়ে এছাড়াও ড্রাইভারদের মুখের ভাষা খুব অশ্লীল দু-একটা গাড়িতে কন্ট্রাক্টরদের আচরণ খুব খারাপ সব মিলিয়ে একটা হযবরল অবস্থা , আজ ২৩ শে জুলাই ২০২৫ সকাল আটটার দিকে মিরপুর চিড়িয়াখানা থেকে আব্দুল্লাহপুর এর উদ্দেশ্যে একটি বাস রওনা দিয়ে সাড়ে আটটার দিকে মিরপুর দিয়াবাড়ি থেকে আরো কিছু যাত্রী নিয়ে সামনের স্টপিজ তুরাগ সিটিতে সবাইকে নামিয়ে দেয় ,
- oplus_32
আর বলে গাড়ি যাবে না আপনারা নেমে যান , এ ছাড়া গাড়ি চলন্ত অবস্থায় কোন ড্রাইভার মোবাইলে কথা বলা আইনত দণ্ডনীয় অপরাধ এছাড়া ধূমপানও আইনত দণ্ডনীয় এখানে উল্লেখ্য যে সেই গাড়ির ড্রাইভারটি এক হাতে সিগারেট খাচ্ছিল আরেক হাতে মোবাইল ব্যবহার করছিল কানে লাগিয়ে , তবে দুঃখজনক হলেও সত্য এই রুটে এই গাড়িগুলো দেখভাল করার মত সেই রকম কঠোর কোন পদক্ষেপ প্রশাসনের নেই এছাড়া নবাবেরবাগ মোরে তাদের একটা চেকপোস্ট রয়েছে যেখানে ওয়ে বিলে স্বাক্ষর করায় , আব্দুল্লাহপুর থেকে মিরপুরের দিকে প্রবেশ করলে সেখানে ৫-১০ মিনিট অপেক্ষা করে যাত্রী সাধারনের সময় নষ্ট করে এতে সকলে ভোগান্তির শিকার হয় যদি প্রতিবাদ করতে যায় ড্রাইভার হেল্পার খারাপ আচরণ করে , তাই পরিবহন সেক্টরের যথাযথ কর্তৃপক্ষের এখনই এ বিষয়ে জরুরী পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি।