
ছবি : বাংলাদেশ সংবাদ সংস্থা
টাঙ্গাইলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স রুমে জেলার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, “সাংবাদিকদের মধ্যে বিভাজন নয়, বরং ঐক্যবদ্ধতা জরুরি। একটি বিভাজিত জাতি কখনো সামনে এগিয়ে যেতে পারে না।”
তিনি আরও উল্লেখ করেন যে, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। কোনো নির্দিষ্ট মিডিয়ায় যুক্ত না থেকেও ফ্রিল্যান্সার হিসেবে সাংবাদিকতা করে দেশের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।
নির্বাচনকালীন বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি যথাযথভাবে পালনের আহ্বান জানান বিচারপতি আব্দুল হাকিম। কর্মশালায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় দুটি বিষয়ের ওপর:
১. জাতীয় নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আচরণবিধির গুরুত্ব।
২. দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট-১৯৭৪’-এর প্রয়োগ।
গুরুত্বপূর্ণ আইন ও বিধিমালা নিয়ে আলোচনা
কর্মশালার সেশনগুলোতে সাংবাদিকদের জন্য অনুসরণীয় বেশ কিছু আইন ও বিধি সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে:
- সাংবাদিকদের অনুসরণীয় আচরণবিধি-১৯৯৩ (২০০২ সালে সংশোধিত)।
- তথ্য অধিকার আইন-২০০৯।
- সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪।
- সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫।
উপস্থিতিবৃন্দ
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। স্বাগত বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত। রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ-সচিব) মো. আব্দুস সবুর।
কর্মশালায় টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।









