
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক আবুল হোসেন মজুমদার। দীর্ঘ তিন দশক ধরে বিনোদন জগতের সঙ্গে নানাভাবে যুক্ত থাকা এই গুণী ব্যক্তিত্বকে সম্প্রতি সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সদস্যপদ প্রদান করা হয়।
আবুল হোসেন মজুমদার একাধারে একজন কাহিনীকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক এবং সফল বিনোদন সাংবাদিক। তিনি জনপ্রিয় ম্যাগাজিন ‘বিনোদনধারা’, ‘বিনোদন ভুবন’ ও ‘বিনোদন জগত’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ‘আনন্দ বিনোদন’সহ বিভিন্ন স্বনামধন্য ম্যাগাজিন সম্পাদনা করেছেন।
সাংগঠনিক অঙ্গনেও তিনি অত্যন্ত পরিচিত মুখ। বর্তমানে তিনি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির (বাবিসাস) সভাপতি এবং আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন (এজেএফবি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি:
সম্প্রতি তার পরিচালনায় ‘মজুমদার ফিল্মস’-এর ব্যানারে ‘ভালোবাসি তোমায়’ নামক একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে। বর্তমানে তিনি এফএম মিডিয়া প্রযোজিত ‘অন্য রকম প্রেম’ নামক নতুন একটি চলচ্চিত্রের কাহিনী লেখা ও পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি ‘ধারা মিডিয়া’র স্বত্বাধিকারীও।
পরিচালক সমিতির সদস্যপদ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে আবুল হোসেন মজুমদার বলেন:
“আমাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য করায় সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এই সম্মান আমাকে চলচ্চিত্রের উন্নয়নে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি মনে করি, এই সদস্যপদ আমাকে সমিতির কার্যক্রম ও চলচ্চিত্রের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আরও উৎসাহিত করবে।”
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.