নিজস্ব প্রতিবেদক | সাভার ১০ জানুয়ারি, ২০২৬
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইজেএফ-এর বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে–২০২৬। শনিবার (১০ জানুয়ারি) ঢাকার অদূরে সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে অবস্থিত ‘উৎসব পার্কে’ দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের পূর্ব গেট থেকে আইজেএফ সদস্য ও তাঁদের পরিবারবর্গ নিয়ে যাত্রা শুরু হয়। যাতায়াত, সুস্বাদু খাবার পরিবেশন এবং বিনোদনমূলক নানা আয়োজনের মাধ্যমে দিনটি স্মরণীয় হয়ে ওঠে। শিশুদের জন্য বিশেষ ক্রীড়া ও বিনোদনের ব্যবস্থা থাকায় অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। কুপন ব্যবস্থাপনার মাধ্যমে খাবার ও অন্যান্য কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ‘সবুজ আন্দোলন’-এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট পরিবেশবিদ বাপ্পি সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং আমন্ত্রিত গুণীজন ও শিল্পীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সরাসরি যুক্ত ছিলেন:
অংশগ্রহণকারী সদস্যরা জানান, পেশাগত ব্যস্ততার মাঝে এ ধরনের পারিবারিক আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
অনুষ্ঠান শেষে একটি আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ফ্যামিলি ডে সফলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.