
শীতের তাণ্ডব
শীত এসেছে, হিমের সাথী,
ঠকঠক ঠকছে, কাঁপছে মাথা।
কম্বল লেপে, গরম চা হাতে,
ঠান্ডার সাথে খেলছি ঝাপা ঝাপা।
ঠোঁট সাদা, নাকটা লাল,
গরম আগুনে করি কামালের পাল।
হাওয়া বুলিয়ে, হিমে দাপিয়ে,
“সামাল দে রে ভাই, আগুনটা পোহাই!”
গ্লাভস, মোজা, লম্বা স্কার্ফ,
হঠাৎ রোদ উঠলে খুশিতে ঝল্ক।
চা-চকলেট, স্যুপের ফোটা,
শীতের মজা, হাসির হোটা হোটা।
হিম-বাতাস, ঠান্ডা মজাদার,
বন্ধু-মজা, চিৎকার পার্ক-ঘর।
শীতের খেলা, শেষ হবে না সহজে,
হাসি-গল্পে কাটুক দিন-রাতের মহোৎসব।









