
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
শৈশব প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে লেখক জ্যোতির্ময় সেনের নতুন গবেষণাধর্মী ছড়াগ্রন্থ ‘অঙ্গ নিয়ে রঙ্গ’। সম্প্রতি শাহবাগের আজিজ সুপার মার্কেটে অবস্থিত ‘কথাপ্রকাশ কলকাতা বুকস’-এ এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বইটির লেখক জ্যোতির্ময় সেনের হাতে নতুন এই গ্রন্থটি তুলে দেন কথাপ্রকাশ-এর স্বত্বাধিকারী ও শৈশব প্রকাশ-এর পরিচালক জনাব জসিম উদ্দিন।
ঘরোয়া পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রন্থটি নিয়ে আলোচনা করেন দেশের প্রথিতযশা কথাসাহিত্যিক ও শিক্ষাবিদগণ। আলোচনায় অংশ নেন:
আলোচকবৃন্দ বইটির গবেষণাধর্মী শৈলী এবং ছড়ার মাধ্যমে বিষয়বস্তু ফুটিয়ে তোলার মুন্সিয়ানার প্রশংসা করেন।
‘অঙ্গ নিয়ে রঙ্গ’ বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী আরিফ ইকবাল। বইটি প্রকাশ করেছেন শ্রদ্ধেয়া সৈয়দা হাফসা ইসলাম।
পাঠকদের জন্য সুখবর হলো, আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাবে। মেলায় ‘শৈশব প্রকাশ’-এর স্টলে গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন পাঠকরা।
প্রকাশনা প্রসঙ্গে লেখক জ্যোতির্ময় সেন প্রকাশক সৈয়দা হাফসা ইসলাম এবং পরিচালক জসিম উদ্দিনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.