
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমানে এবি পার্টির ঢাকা মহানগর উত্তরের মিরপুর মডেল থানার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “আমি এই মাটিরই সন্তান। ২য় কলোনি ও মাজার রোডসহ বৃহত্তর মিরপুরের প্রতিটি গলি আর মানুষের সুখ-দুঃখের সাথে আমি বেড়ে উঠেছি। এই এলাকার মানুষের ভালোবাসাই আমার মূল শক্তি।”
জনসেবা ও পরিবর্তনের অঙ্গীকার
নিজের রাজনৈতিক দর্শন তুলে ধরে মনিরুজ্জামান বলেন, “আমরা বিশ্বাস করি রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানো এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়া। এবি পার্টি ‘সমাধানের রাজনীতি’তে বিশ্বাসী। আমরা ভিক্ষা নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে চাই।”
শিক্ষা ও কর্মজীবন
মোহাম্মদ মনিরুজ্জামান একজন স্থানীয় ও সুশিক্ষিত প্রার্থী হিসেবে এলাকায় পরিচিত। তিনি শহীদ আব্দুল মান্নান স্কুল, মিরপুর উপশহর স্কুল, আরজাবাদ মাদ্রাসা, হযরত শাহ আলী বাগদাদী (রহ.) কামিল মাদ্রাসা, মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল, সাভারের অধর চন্দ্র হাই স্কুল এবং ঢাকা ও বাংলা কলেজে পড়াশোনা করেছেন। প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে দক্ষ হতে তিনি ই-কমার্সে বিশেষ কোর্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে পারিবারিক ব্যবসায় যুক্ত আছেন।
’টাকার নয়, মানুষের রাজনীতি’
নির্বাচনী ব্যয় নিয়ে প্রচলিত ধারণার বাইরে গিয়ে তিনি বলেন, “অনেকে বলেন নির্বাচন করতে কোটি টাকা লাগে। কিন্তু আমি মনে করি মানুষের ভালোবাসা ও দোয়াই আমার বড় মূলধন। আমরা টাকার রাজনীতি নয়, সততা ও জবাবদিহির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি ঢাকা-১৪ আসনের ভোটারদের উদ্দেশ্যে ‘ঈগল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “চলুন সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।”
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.