নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৩১ ডিসেম্বর, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকা সফরে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি পৌঁছে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বিকেলে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান জয়শঙ্কর। পোস্টে তিনি লেখেন, “ঢাকা পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তার কাছে পৌঁছে দিয়েছি। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছি।”
দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, “আমার বিশ্বাস, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করবে।”
এর আগে, বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আজ দুপুরে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন এস জয়শঙ্কর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই কোনো ভারতীয় মন্ত্রীর প্রথম ঢাকা সফর। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং শ্রদ্ধা নিবেদন শেষে আজ বিকেলেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.