
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (BCPC)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী খান সেলিম রহমান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান এইড ইন্টারন্যাশনাল’-এর উপদেষ্টা পরিষদের স্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন। গত শনিবার (২৭ ডিসেম্বর) সংস্থার নীতিনির্ধারণী পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তাঁর এই অর্জনে দেশের সাংবাদিক সমাজ, মানবাধিকার অঙ্গন ও সুশীল সমাজের মধ্যে ব্যাপক সন্তোষ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
সংস্থা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ওই সভায় সংস্থার শীর্ষ নীতিনির্ধারক ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ পর্যালোচনার পর খান সেলিম রহমানের সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, সততা এবং নিরপেক্ষ ভূমিকাকে মূল্যায়ন করে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়। নীতিনির্ধারকেরা আশা প্রকাশ করেন, বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর মতো অভিজ্ঞ ব্যক্তিত্বের অংশগ্রহণ সংস্থাটির কার্যক্রমকে বিশ্বব্যাপী আরও গতিশীল করবে।
খান সেলিম রহমান একাধারে একজন সফল সাংবাদিক ও নিবেদিতপ্রাণ মানবাধিকার কর্মী।
নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মতো একটি আন্তর্জাতিক সংস্থায় আমাকে অন্তর্ভুক্ত করায় আমি কৃতজ্ঞ। এটি কেবল সম্মান নয়, বরং একটি বড় দায়িত্ব। মানবাধিকার রক্ষা ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা আমার আজীবনের অঙ্গীকার। ইনশাআল্লাহ, আমার অভিজ্ঞতা দিয়ে সংস্থার লক্ষ্য বাস্তবায়নে আমি সর্বাত্মক কাজ করব।”
সংস্থাটির সহকারী মহাসচিব সাঈদা সুলতানা জানিয়েছেন, খান সেলিম রহমানের অন্তর্ভুক্তি ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। তিনি শিগগিরই সংস্থার নীতিনির্ধারণী ও কার্যক্রমভিত্তিক সভাগুলোতে সক্রিয়ভাবে অংশ নেবেন।
খান সেলিম রহমানের এই আন্তর্জাতিক সাফল্যে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (BCPC)-এর নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়েছে। শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর সুযোগ্য পরামর্শে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.