
নিজস্ব প্রতিবেদক, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কর্মরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার রক্ষা এবং সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করলো ‘নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব’। গত শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিউ জার্সির উডল্যান্ড পার্কের একটি হলরুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমেরিকা বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলাউর খন্দকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই চ্যানেলের সিইও মাহবুবুর রহমান।
সাংবাদিকদের এই নতুন প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পেয়েছেন:
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন: মুক্তা আবেদীন (সোনার তরী টিভি), হোসেন পাঠান বাচ্চু (আমেরিকা বাংলা চ্যানেল), মাসুদ চৌধুরী (বেঙ্গল টিভি), ফরিদ পাঠান (প্রবাসীর চোখ টিভি), বেলাল আহমেদ (সাংবাদিক), মোহাম্মদ আলমগীর হোসেন (প্রবাস জার্নাল) এবং রোকেয়া দীপা (প্রথম আলো ইউএসএ)।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত বৈঠকে বক্তারা বলেন, নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব সাংবাদিকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এটি কেবল সাংবাদিকদের পেশাগত উন্নয়নই নয়, বরং প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশ এবং কমিউনিটির সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক সাফল্য ও গতিশীলতা বজায় রাখতে নিউ জার্সিতে বসবাসরত সাংবাদিক সমাজ এবং প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.