
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৪ (মিরপুর-শাহআলী-দারুস সালাম) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহত্তর মিরপুরের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক মরহুম আলহাজ্ব এস এ খালেকের পুত্র সৈয়দ এ সিদ্দিক।
আজ (সোমবার) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত শেষ দিন।
সৈয়দ এ সিদ্দিক বর্তমানে দারুস সালাম থানা বিএনপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় লক্ষাধিক ভোট পেয়েছিলেন তিনি। তবে আসন্ন এই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে সৈয়দ এ সিদ্দিক বলেন, "ফ্যাসিবাদী শাসনের পতনের পর এই প্রথম দেশের তরুণ সমাজ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। আমার দৃষ্টিতে এটি ইতিহাসের অন্যতম চ্যালেঞ্জিং একটি নির্বাচন হতে যাচ্ছে।"
তিনি আরও বলেন, "আমি মিরপুরের সন্তান হিসেবে এবং এই মাটির মানুষের অধিকার রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ, মিরপুরবাসী তাদের সেবক হিসেবে আমাকেই বেছে নেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।"
উল্লেখ্য, তার পিতা মরহুম এস এ খালেক এই অঞ্চলের জনপ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য ছিলেন। পিতার উত্তরসূরি হিসেবে সৈয়দ এ সিদ্দিক দীর্ঘদিন ধরে মিরপুর এলাকার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.