
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইতিহাসে যুক্ত হলো এক নতুন ও উজ্জ্বল অধ্যায়। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান সোমা সাঈদ। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে এই উচ্চমর্যাদাপূর্ণ পদে আসীন হয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
গত বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রচলিত রীতির পাশাপাশি বেজে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত— 'আমার সোনার বাংলা'। বিদেশের মাটিতে গুরুত্বপূর্ণ সরকারি পদে শপথের সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের এই সুর সেখানে উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। সোমা সাঈদ পবিত্র কোরআন স্পর্শ করে তাঁর পদের শপথ পাঠ করেন।
সোমা সাঈদের এই অর্জন কেবল নিয়োগের মাধ্যমে নয়, বরং জনগণের সরাসরি ম্যান্ডেটে। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। তাঁর এই বিজয় প্রবাসী বাংলাদেশি সমাজের রাজনৈতিক ও বিচারিক ক্ষমতায়নের বড় একটি প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
শপথ অনুষ্ঠানে নিউইয়র্কের উচ্চপদস্থ বিচারপতিগণ, আদালতের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা সোমা সাঈদের এই সাফল্যকে যুক্তরাষ্ট্রে বহুসাংস্কৃতিক বাস্তবতার এক অনন্য প্রতিফলন হিসেবে অভিহিত করেন।
সোমা সাঈদের এই শপথগ্রহণ প্রমাণ করে যে, মেধা, যোগ্যতা ও কঠোর পরিশ্রম থাকলে অভিবাসী পরিচয় কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এটি যুক্তরাষ্ট্রে বসবাসরত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাংলাদেশিদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।
প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, সোমা সাঈদের এই সাফল্য বিচার বিভাগে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির মর্যাদা বিশ্বমঞ্চে আরও বৃদ্ধি করবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.