
২৩ ডিসেম্বর, ২০২৫
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ (UCEP) বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার - ২০২৫’। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী এই মেলায় দেশের শীর্ষস্থানীয় ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে অসংখ্য চাকরিপ্রার্থীর নিয়োগ নিশ্চিত করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে দক্ষতা, প্রযুক্তি ও উদ্ভাবনই অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি।” সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া তরুণদের কারিগরি শিক্ষা ও শোভন কর্মসংস্থানে ইউসেপ বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন ড. ওবায়দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
এছাড়া ইউসেপ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন খাতের নিয়োগকর্তা এবং শত শত চাকরিপ্রত্যাশী এই মেলায় অংশগ্রহণ করেন।
মেলায় দেশের শীর্ষস্থানীয় ২০টি শিল্পগোষ্ঠী অংশ নেয়। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে ছিল:
মেলায় আগত তরুণরা সরাসরি নিয়োগকর্তাদের সাথে কথা বলার ও ‘ওয়াক-ইন ইন্টারভিউ’ দেওয়ার সুযোগ পান। মেলা প্রাঙ্গণেই অনেককে চাকরির প্রাথমিক অফার লেটার প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই প্ল্যাটফর্মটি তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে এবং কর্মসংস্থানের উদ্দীপনা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.