
রাজপথের হট্টগোল
ঢাকার রাজপথ আজ ফাঁকা,
রিকশা ঘুমায়, গাড়ি ঝাঁকা ঝাঁকা।
কাল আবার ঠাসা, হুড়মুড় ধারা,
বাইক আর অটো মিলিয়ে এক পার্টি সাহারা!
হঠাৎ মিছিল ধরো, মারো, কাটো,
পাল্টা মিছিলে লাগে হট্টোগল।
দৌড়াদৌড়ি চলে কিছুক্ষণ,
তারপর আবার যা তা চারদিকে-
শুনশান, ফাঁকা, হাহাহা!
শেষমেশ রাজপথ চিন্তায় বলল,
“আমি শুধু রাস্তা, খেলা তোমাদেরই, হাহা!”
#সবই একটা মজার খেলা!









