
“জাতি হারাল এক অকুতোভয় আধিপত্যবিরোধী তরুণ নেতা”
ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার):
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর শাহাদাতে গভীর শোক প্রকাশ করেছে ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ।
সংগঠনটির আহ্বায়ক মো. খলিলুর রহমান ও যুগ্ম আহ্বায়ক ইকরাম এক যৌথ শোকবার্তায় বলেন, গত ১২ ডিসেম্বর শুক্রবার পরাজিত ফ্যাসিবাদী শক্তির গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। পরবর্তীতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ সময় রাত প্রায় ১০টায় তিনি ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
নেতৃদ্বয় বলেন, জাতি আজ একজন সাহসী, ন্যায়নিষ্ঠ ও আধিপত্যবিরোধী তরুণ নেতৃত্বকে হারাল। শরীফ ওসমান হাদীর মৃত্যু দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা কখনোই পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় আরও বলা হয়, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর চিন্তা-চেতনা, আদর্শ ও সংগ্রামী জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অল্প সময়ের মধ্যেই জুলাই আন্দোলনের এই অকুতোভয় নেতা গণমানুষের হৃদয়ে স্থান করে নেন এবং ইনকিলাব মঞ্চকে একটি জাতীয় আন্দোলনের রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নেতৃবৃন্দ শহীদ শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.