
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী ও জনতা দল (ইউনাইটেড)-এর বর্ষীয়ান নেতা নীতীশ কুমার এক নারী চিকিৎসকের হিজাব টেনে নামিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। গত সোমবার (১৫ ডিসেম্বর) একটি সরকারি অনুষ্ঠানে এই নজিরবিহীন ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভারতজুড়ে বইছে সমালোচনার ঝড়।
বিহার সরকারের পক্ষ থেকে নবনিযুক্ত 'আয়ুষ' (AYUSH) চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে হিজাব পরিহিত এক নারী চিকিৎসক যখন মঞ্চে নিজের নিয়োগপত্র নিতে আসেন, তখন ৭৫ বছর বয়সী মুখ্যমন্ত্রী হঠাৎ করে তার হিজাব টেনে নিচে নামিয়ে দেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ওই নারী চিকিৎসক অত্যন্ত বিব্রত বোধ করছেন। পাশেই দাঁড়িয়ে থাকা বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে দেখা যায় মুখ্যমন্ত্রীকে থামানোর চেষ্টা করতে। তবে মুখ্যমন্ত্রীর এমন আচরণের সময় পেছনে দাঁড়িয়ে থাকা মুখ্যসচিব দীপক কুমার এবং স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডেকে হাসতে দেখা গেছে, যা নিয়ে জনমনে আরও ক্ষোভ তৈরি হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে নীতীশ কুমারকে তীব্র ভাষায় আক্রমণ করেছে ভারতের বিরোধী দলগুলো। তাদের বক্তব্য:
এটিই প্রথম নয়; এর আগেও বিধানসভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর মন্তব্য করে ক্ষমা চাইতে হয়েছিল নীতীশ কুমারকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা তার রাজনৈতিক ভাবমূর্তিকে বড় ধরনের সংকটে ফেলতে পারে।
এখন পর্যন্ত এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ বা ব্যাখ্যা দেওয়া হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.