
মোহাম্মদ আরমান চৌধুরী, ইউএই প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫
দুবাই, ইউএই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১৬ ডিসেম্বর প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচীর সূচনা করেন কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান। পতাকা উত্তোলন শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনানো হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন:
"একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে আমিরাত প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"
সভায় প্রবাসীদের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দ বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কনস্যুলেট পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং নৃত্যের ছন্দে মেতে ওঠেন উপস্থিত দর্শক ও অতিথিরা।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মোঃ আব্দুস সালাম এবং প্রথম সচিব (প্রেস) জনাব মোঃ আরিফুর রহমান। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.