
বিজয় দিবস নিয়ে কথিত বিতর্কিত মন্তব্যের জেরে ইলিয়াসের ওপর তীব্রভাবে চড়াও হয়েছেন আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইলিয়াসের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এই রাজনৈতিক নেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায়।
বক্তব্যের মূল বিষয়
অভিযোগ উঠেছে, ইলিয়াস মহান বিজয় দিবসকে উদ্দেশ্য করে 'বালের বিজয় দিবস' মন্তব্য করেছিলেন। এর প্রতিক্রিয়ায় ক্ষিপ্ত হয়ে তারেক বলেন:
"স্টুপিড একটা শুয়োরের বাচ্চা, বালের বিজয় দিবস বলিস তুই? তোর বাংলাদেশের মায়া ভাল্লাগে না, পাকিস্তানের মায়া ভাল্লাগে।"
দেশপ্রেম নিয়ে প্রশ্ন
ভিডিওবার্তায় তারেক প্রশ্ন তোলেন, বাংলাদেশের কোনো নাগরিক বা সন্তান বিজয় দিবস নিয়ে এমন ধৃষ্টতাপূর্ণ কথা বলতে পারে কি না। তিনি আরও বলেন:
"ও বাংলাদেশের কেউ নাকি? বাংলাদেশের কেউ এটা বলতে পারবে? ও কত বড় বেয়াদব একটা!"
"বাংলাদেশের কোনো সন্তান বলতে পারে বালের বিজয় দিবস? বেজন্মা কোথাকার।"
আম জনতা দলের এই নেতা ইলিয়াসের দেশপ্রেম ও পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিজয় দিবসের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে এমন মন্তব্যের জেরে তারেকের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.