লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসের নগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নিহতের পরিচয়: নিহতের নাম সবুজ (২২)। তিনি জগতবের ইউনিয়নের পচাভাণ্ডার ৫ নং ওয়ার্ডের সেরাজুল ইসলামের পুত্র।
সময় ও স্থান: ঘটনাটি ঘটেছে বুধবার (৩ ডিসেম্বর) ভোর রাতে। সবুজ সীমান্তের ৮৬৪ নং মেইন পিলারের ৫ এক্স এলাকায় নিহত হন।
ঘটনার কারণ: স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সবুজ গরু পার করার উদ্দেশ্যে ওই এলাকায় গেলে ভারতীয় ১৬৯ বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজিবি’র পদক্ষেপ:
শমসের নগর বিওপি ক্যাম্প কমান্ডার কামাল উদ্দিন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র প্রেরণ করা হয়েছে।
৬১ বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কাসেম জানিয়েছেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2026 Timeline News24. All rights reserved.