Friday, January 16, 2026
spot_img
Homeজাতীয়চরমোনাইর পীর সাহেবের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে...

চরমোনাইর পীর সাহেবের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

- Advertisement -
Google search engine

গতকাল শুক্রবার চরমোনাই-এর মাহফিলে আত্মশুদ্ধির প্রোগ্রামে ইসলামী আন্দোলনের আমীর মুফতি মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সম্পর্কে যে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ শনিবার (২৯ নভেম্বর)গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পীর সাহেবের বাস্তবতাবিবর্জিত এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ পদে থেকে পীর পরিচয় বহন করে এ রকম নির্জলা মিথ্যাচারে আমরা বিস্মিত ও হতবাক হয়েছি।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সমমনার ফোরামে কোনরকম আলোচনা ছাড়াই ইসলামী আন্দোলন যখন পিআর ইস্যুকে সামনে নিয়ে আসে এবং এই দাবীতে সমমনার কনসেপ্টের বাইরে গিয়ে যখন তারা সোহরাওয়ার্দী উদ্যানে এক দল আরেক দলের সাথে মিলে প্রোগ্রাম করে, তখন থেকে জমিয়ত সমমনার লিয়াজোঁ কমিটির মিটিংয়ে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। কারণ পিআর আর এক বাক্স ফর্মুলা একটি অপরটির সাথে সম্পূর্ণ রূপে সাংঘর্ষিক। বিএনপি কিংবা জামায়াত কোন দিকেই ধাবিত না হওয়ার সিদ্ধান্ত থাকার পরেও সমমনার ফোরামে কোন রকম আলোচনা ও ফয়সালা ছাড়াই এই পিআর ইস্যুতে এক দলের দলীয় প্রোগ্রামে আরেক দলের সদলবলে অংশগ্রহণকে আমরা আমাদের সাথে রাজনৈতিক প্রতারণা মনে করেছি, সঙ্গত কারণেই প্রতিবাদের অংশ হিসেবে লিয়াজোঁ কমিটির বৈঠকে উপস্থিত হওয়া থেকে আমরা বিরত থেকেছি। এর আগ পর্যন্ত অর্থাৎ কালভার্ট রোডস্থ খেলাফত মজলিসের অফিসে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির সর্বশেষ বৈঠকে আমাদের অংশগ্রহণ ছিল, এরপরের বৈঠকটি অনুষ্ঠিত হয় সোহরাওয়ার্দীর সমাবেশের পর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অফিসে,সেই বৈঠকে আমরা উপস্থিত হইনি। সুতরাং এই বাস্তবতার পরেও ধর্মীয় মাহফিলের ভাবগাম্ভীর্যের কোন তোয়াক্কা না করে একজন দলীয় প্রধানের এমন অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান জাতির সাথে দস্তুরমত তামাশা করার সামিল এবং এটা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণও বটে।

জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেছেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এমন অবাস্তব ও অসত্য কথা বলে রাজনৈতিক অঙ্গনে তিক্ত অবস্থা তৈরি করা মোটেই কাম্য নয়। দেশের মানুষ জানে যে, হযরত হাফেজ্জী হুজুর রহ. এর নির্বাচন থেকে শাপলা ট্রাজেডি পর্যন্ত ঐতিহাসিক ভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ অতীতে ঐক্যের প্রশ্নে কতটা আন্তরিক ছিল? আর কে কতটা অনাগ্রহী ছিল?

কারো সাথে জোটে থাকা আরো কারো নেতৃত্বে জোটে থাকা কখনোই এক সমান নয় উল্লেখ করে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, অন্যের কাঁধে দোষ চাপানোর আগে দয়া করে আয়নায় নিজের অতীত চেহারাটা একবার দেখুন।

বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

​সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধতা জরুরি: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

ছবি : বাংলাদেশ সংবাদ সংস্থা ​টাঙ্গাইলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল...

পরিচালক সমিতির সদস্যপদ পেলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আবুল হোসেন মজুমদার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক আবুল হোসেন মজুমদার। দীর্ঘ তিন দশক ধরে বিনোদন...

উৎসবমুখর পরিবেশে আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬ সম্পন্ন

  ​নিজস্ব প্রতিবেদক | সাভার ১০ জানুয়ারি, ২০২৬ ​উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইজেএফ-এর বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে–২০২৬। শনিবার (১০...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর