
" তবুও সন্তান "
এ ভাবেইতো বাবা মা তোমায়
খাইয়ে করেছে বড়ো ,
ভুলে গেছো সব তাইতো তাদের
গলা টিপে তুমি ধরো।
মা ধরে রাখে ভাতের থালা
বাবাটা হয়েছে ঘোড়া,
বৃদ্ধাশ্রমেই পাঠালে তাদের
তোমারই কপাল পোড়া ।
কত বেদনা বুকে জমা রেখে
তবু করে আশির্বাদ ,
কতো যে জ্বালাতে পরে কি মনে?
তবু করেনি প্রতিবাদ ।
কুলাংগার তুমি নরকেইতো যাবা,
কত অসহায় এ দেশের মা-বাবা।।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2025 Timeline News24. All rights reserved.