
প্রতিবেদক : মোঃ আনোয়ার হোসেন
“গাছ লাগান, পরিবেশ বাঁচান”এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একজন প্রকৃত গাছপ্রেমী, পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ। নির্লোভ, নিরহংকার এই মানুষটি দীর্ঘদিন ধরে নগরজীবনের মাঝে সবুজের বার্তা ছড়িয়ে যাচ্ছেন।
গত ২৪ অক্টোবর, শুক্রবার সকালে ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশ আন্দোলন মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে তিনটি জাম্বুরা, দুটি কাঁঠাল ও তিনটি কলাগাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমির হাসান মাসুদ, সহ-সভাপতি আজগর হোসেন, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন আহম্মেদ, এবং সুবন্ধন সামাজিক কল্যাণ সংঘের সহ-সভাপতি ফারুক হোসেন।
সভাপতি আমির হাসান মাসুদ বলেন গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ছায়া, খাদ্য ও প্রাকৃতিক সৌন্দর্যও উপহার দেয়। তাই প্রত্যেকেরই উচিত অন্তত একটি গাছ লাগানো এবং তার যত্ন নেওয়া।
কর্মসূচিতে স্থানীয় তরুণ ও যুবকরাও অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2025 Timeline News24. All rights reserved.