
“হারিয়ে গেছে নবান্ন”
চারিদিকেই ফসলের মাঠ
নবান্নের উৎসব ঘরে ঘরে,
গাঁও গেরামের এমন দৃশ্য
হারিয়ে গেছে লোকান্তরে। 
আত্মীয়তা যেন ভুলেই গেছি
অনাত্মীয়দের অত্যাচারে,
আহা কি যে ছিলো সে সব দিন
আজ পড়ছে মনে বারে বারে। 
নবান্নের সেই দিনগুলিতে
পিঠা খাওয়ার পরতো ধুম,
কৃষাণ বধুর দুই চোখেতে
কাজের মাঝে হারাম ঘুম। 
তাদের অন্তরেতে ভালোবাসা
হাসি মাখা পান খাওয়া ঠোঁট,
বিয়ে সাদীতে পাড়ায় পাড়ায়
ছিলো মানুষের দারুণ জোট।
হঠাৎ করেই নিকষ কালো
মেঘ জমে যায় আকাশ জুড়ে,
হারিয়ে গেছে কোথায় সে সব
কি জানি তা কোন সে দুরে। 
বাতাসে আর পাইনা খুঁজে
নবান্নের সেই ধানের ঘ্রাণ,
উদাস মনে বেড়াই ঘুরে
বুকের মাঝে দুখের গান।।


                                    






