
[ মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার —
মা তুমি ভালো থেকো ]
কত ঘুরলাম কত দেখলাম
কোথাও মন বসলো না
কত দেশ আর কত শহরে
কোথাও ভাল লাগল না!
ঘুরে ফিরে শেষে আসি এই দেশে
সেই তো আমার জন্মভূমি
হাজার মানুষের ভিড় ঠেলে শেষে
আমার মায়ের কদম চুমি!
মা যে আমার ঘুমিয়ে আছে
বাঁশ-বাগানের ঐ ছায়ায়
যে মায়ের কথা মনে হলে আজ
নয়নে শুধু নদী বয়ে যায়!
ওপারে মাগো ভালো থেকো তুমি
খোদার কাছে জানাই মিনতি
ইয়া আল্লাহ ক্ষমিও মোর জননীরে
করিও তাকে জান্নাতি!
( আজকে ১৮ অক্টোবর আমার মায়ের মৃত্যু দিবস!
আমার মায়ের আত্মার মাগফিরাতের
জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত রইল!
মা’র স্মরনে আমার এ ছোট্ট প্রয়াস!)
মারুফ আজাদ ১৮.১০.২০২৫ ইং









