প্রতিবেদক : এম আশরাফুল ইসলাম
# শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের দুই সদস্যসহ তিনজন হামলার শিকার হয়েছেন। এই হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে মঙ্গলবার বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক, কনস্টেবল নাজমুল আহসান ও স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া।
হামলায় জড়িত গ্রেফতারকৃতরা হলেন- বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার হাবিবুর রহমান (৫৫), রায়হান মিয়া (১৯), জোহরা বেগম (৪৫) ও নুরুন্নাহার বেগম (৩৭)।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2025 Timeline News24. All rights reserved.