জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সংগঠক খান সেলিম রহমান ও আছিয়া রহমানের একমাত্র সন্তান খান সিফাত রহমান রাফির শুভ জন্মদিন গতকাল ৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কার্যালয়ে উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বন্ধু-বান্ধব, সাংবাদিক ও অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত হয়ে রাফিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত সবার উদ্দেশে খান সেলিম রহমান ও তার সহধর্মিণী আছিয়া রহমান বলেন, আমাদের একমাত্র ছেলে খান সিফাত রহমান রাফি যেন একজন সৎ, ন্যায়পরায়ণ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে বেড়ে ওঠে এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে—এটাই আমাদের একান্ত কামনা। আমরা সকলের কাছে তার জন্য দোয়া চাই।
তোমার জীবন হোক সুন্দর এই পৃথিবীর মতোই রঙিন,
পূরণ হোক তোমার প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
আলোয় ভরে উঠুক তোমার আগামীর প্রতিটি দিন।
খান সেলিম রহমান রাফির উদ্দেশ্যে বলেন
আমার দোয়া ও আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে।
বেঁচে থাকো হাজার বছর ধরে—
হাসিমুখে, ভালোবাসায়, সফলতায় ভরে উঠুক তোমার প্রতিটি মুহূর্ত।
অতিথিরা রাফির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাফি তার মেধা, জ্ঞান, সততা ও মানবিকতার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক খান সেলিম রহমানের বাবা আলহাজ্ব আবদুর রব মিয়া আলহাজ্ব মোঃ ইউসুফ মেম্বার,
ধলী গৌরনগর পূর্ব শাখা বিএনপির সভাপতি
মোঃ হায়দার খান নাগর (সাবেক সহ-সম্পাদক উত্তরা পশ্চিম থানা বিএনপি), হারুন অর রশিদ জিন্নাহ (যুগ্ম আহ্বায়ক, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল), ওয়ারেছ আহমেদ ভূঁইয়া (সহ বার্তা সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত), মোঃ শফিকুর রহমান (ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব), সুমন খান (যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব) প্রমুখ।
এছাড়াও খান সিফাত রহমান রাফির শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক মাতৃজগত পত্রিকা সিনিয়র সহ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু সহ সম্পাদক শাহিন আলম ভূঁইয়া বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ শেখ মোঃ হুমায়ুন কবির এস কে ইয়াসিন শারমিন আরা হাজেরা বিবি লাকী তন্ময় চৌধুরী, সৈয়দ ওসামা বিন সিহাব, এস এম রফিক, সেজান কাউসারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে সবাই খান সিফাত রহমান রাফির জীবনকে আলোকিত, সুস্থ, দীর্ঘায়ু ও সফল করার জন্য দোয়া ও শুভকামনা জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2025 Timeline News24. All rights reserved.