
মোহাম্মদ মাহবুব উদ্দিন সাজ ( দাদা ভাই )
শব্দের সৈনিক, কলমের যোদ্ধা,
সত্যের মশাল হাতে পথ চলে সদা।
সংবাদে জাগায় বিবেকের আলো,
ন্যায়ের সন্ধানে রাখে দৃঢ় পালো।
অভিনয়ের মঞ্চে তিনি স্বপ্ন বুনেন,
চরিত্রে চরিত্রে নতুন জীবন ছুঁয়ে দেন।
কলমে যেমন সাহসী উচ্চারণ,
পর্দায় তেমনি হৃদয়ের আহ্বান।
মানুষের কণ্ঠস্বর, ন্যায়ের প্রতীক,
অন্ধকার ভেদ করে আনেন তিনি দিক।
আলোকিত ভবিষ্যতের অন্বেষণে বাজ,
তিনি আমাদের মোহাম্মদ মাহবুব উদ্দিন সাজ।