দূরের সমুদ্দুর
আমার একলা থাকা নদী,
হঠাৎ দুকূল ছাপায় যদি,
দাপুটে জলের তোড়,
তুই দূরের সমুদ্দুর।
যদি না পাই কভু দেখা,
আমি অমনি একা একা।
পথ হারিয়ে যদি
হাঁটিস নিরবধি,
তোর সোনার দেহখানি,
রোদে পুড়ছে তাও জানি।
আমি হাত বাড়াতে চাই,
তুই পালিয়ে বেড়াস।ছাই!
আকাশ পানে দেখি,
আমার সজল দুটি আখি।
তোর কিসের এতো তাড়া?
আমি হয়েছি পথ হারা।
আকাশের সবটুকু নীল চাই?
চল, শূন্যে চলে যাই।
যদি এমনি থাকিস দূরে,
অনন্ত অম্বরে,
এ কেমন ভালো থাকা?
অশ্রু জলে আঁকা,
যুগল প্রেমের উপাখ্যান,
লেখার হয়না অবসান।
একটা পাহাড় কিনে দেই?
মনের সারথী কেউ নেই।
সাথে আমারে নিস যদি,
প্রণয় চলবে নিরবধি।
নির্ঝরণী, পাখির কলতান,
প্রেম, বিরহের স্বচ্ছ সমাধান।
২৫.৮.২০২৫
মীরপুর , ঢাকা - ১২১৬
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2025 Timeline News24. All rights reserved.