গাজীপুরে এক দিনের ব্যবধানে সাংবাদিকদের ওপর দুটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।
প্রথমটি ৬ই আগস্ট দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে সদর থানার পাশে মাথায় ইট দিয়ে আঘাত করে এবং বুকের উপর লাফিয়ে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে একজন পুলিশকে এসে ভিকটিমকে রক্ষার চেষ্টা করতে দেখা গেছে
এর ঠিক পরদিন,
৭ই আগস্ট বৃহস্পতিবার রাতে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে জবাই করে নির্মমভাবে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।
এতে বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2025 Timeline News24. All rights reserved.