আজ ১৬ই জুলাই রোজ বুধবার সকাল ১০টায় মহাখালী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ )এর উদ্যোগে জুলাই শহীদের আত্মত্যাগ বিষয় লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ । লিফলেট বিতরণের পূর্বে বিআরটিএ চেয়ারম্যান মহোদয় উপস্থিত গাড়ী চালক ও শ্রমিকদের এবং মালিকদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন। সেগুলো হলো -
গাড়ি চালকদের মোটরযান চালানো কালে নিয়োগ পত্র বৈধ ড্রাইভিংও হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। চালকদের পরিচয় পত্র ও মোবাইল নাম্বার গাড়িতে দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে। নেশা জাতীয় দ্রব্য সেবন করে ও ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানোর সময় ড্রাইভারের সিট বেল বাঁধতে হবে। গাড়ির মালিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নিয়োগপত্র প্রদানের মাধ্যমে গাড়িতে সঠিক ড্রাইভিং লাইসেন্সধারী চালক নিয়োগ করুন। চালককে একটানা পাঁচ ঘন্টা থেকে দিনে আটঘন্টা বেশি গাড়ি চালাইতে বাধ্য করবেন না। গণ পরিবহনের ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য নির্ধারিত আসন সংগ্রহ করুন। ফিটনেসবিহীন যান্ত্রিক ত্রুটি ও ধোয়া নির্মাণকারী গাড়ি রাস্তায় নামাবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন ।
এছাড়াও পথচারীদের কে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মেনে চলার জন্য
বিশেষভাবে আহবান করেন। শহীদদের আত্মত্যাগের শপথ উপলক্ষে আজকের এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকা বিভাগীয় সাবেক পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ. বর্তমান পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়া. পরিচালক প্রশাসন কামরুল ইসলাম. উপ পরিচালক প্রশাসন মাসুম বিল্লাহ, উপ-পরিচালক স্বদেশ কুমার বিআরটিএ ঢাকা মেট্রো -১.উপ-পরিচালক কামরুল ইসলাম, ঢাকা মেট্রো-১, সরকারি পরিচালক শামসুল কবির ,বিআরটিএ - ঢাকা মেট্রো -৪.সহকারি পরিচালক ইমরান খান. সহকারী পরিচালক. মোহাম্মদ আলী আহসান মিলন. মোটরযান পরিদক.আলমগীর. অসীম কুমার পাল. হারুন অর রশিদ, লোকমান ফারুকী. বিআরটিএ ঢাকা মেট্রো -১ সরকারি রাজস্ব কর্মকর্তা গোলাম জাকারিয়া. বি আর টি এর চেয়ারম্যানের পিএস আনোয়ারুল কিবরিয়া, এনামুল হক সহ আরো অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মাহবুব উদ্দিন
মিরপুর , ঢাকা - ১২১৬
Contact us: edit@timelinenews24.com
Office: ০১৮৪০৩১৫৫৫৫
Copyright © 2025 Timeline News24. All rights reserved.